ইউক্রেইনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনায় জাতিসংঘ নিন্দা জানিয়েছে। সাথে এমন হামলা বড় ধরনের পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকিতে ফেলে দিতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
এই বিদ্যুৎ কেন্দ্রেটিতে শনিবার সন্ধ্যায় এবং রবিবারে হামলা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।
এই গোলা হামলার জন্য মস্কো এবং কিইভ একে অন্যতে দোষারোপ করছে।
আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ‘গতকাল এবং আজ (রোববার) সকালে আমাদের দলের কাছ থেকে যে খবর পেয়েছি তা খুবই উদ্বেগজনক। প্রধান এই পারমাণবিক বিদ্যুকেন্দ্রস্থলে বিস্ফোরণ ঘটেছে। যেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
তার মতে ‘এর পেছনে যেই থাকুক না কেন, এটি অবিলম্বে বন্ধ হতে হবে। আমি আগেও যেমনটি অনেকবার বলেছি তেমনি আবার বলছি, আপনারা আগুন নিয়ে খেলছেন।’
কেন্দ্রটিতে বার বার গোলা হামলা হওয়ার কারণে সেই ১৯৮৬ সালের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার মতো বড় ধরনের পারমাণবিক বিপর্যয় ঘটার মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল