ইরানে সরকারবিরোধী প্রতিবাদে প্রকাশ্যে সমর্থন দেওয়ায় দুই খ্যাতিমান অভিনেত্রীকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গ্রেফতারকৃত ওই দুই অভিনেত্রী হলেন- হেনগামেহ গাজিয়ানি ও কাতাইয়ুন রিয়াহি। মাথায় হিজাব ছাড়া প্রকাশ্যে এসেছিলেন তারা। তাদের এই আচরণকে বিক্ষোভকারীদের প্রতি সংহতি হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের কৌঁসুলির কার্যালয়ের আদেশক্রমে রবিবার এই দুই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। তারা ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন আঁতাত ও অপতৎপরতা চালিয়েছেন বলে অভিযোগ।
গাজিয়ানি ও কাতাইয়ুন একাধিক পুরস্কারজয়ী অভিনেত্রী। গ্রেফতারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন গাজিয়ানি। তিনি লিখেছিলেন, “যা–ই ঘটুক না কেন, জেনে রাখুন, আমি বরাবরের মতো ইরানের জনগণের পাশে থাকব। এটাই হয়তো আমার শেষ পোস্ট।”
গত সেপ্টেম্বরে ইরানের নীতি পুলিশের হেফাজতে দেশটির কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু হয়। তার মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম