ইউক্রেন যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়া ৪ হাজার ৭০০ এর বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার এক বক্তব্যে এই দাবি করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আজ (গতকাল) সর্বাত্মক যুদ্ধের ২৭০ তম দিন। রাশিয়া ইতোমধ্যে ৪ হাজার ৭০০ এর অধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
আন্তর্জাতিক সংস্থা ‘অর্গানাইজেশন অব লা ফ্রাংকোফোনিয়া’তে অংশ নিয়ে জেলেনস্কি বলেন, ‘আমাদের শত শহর জ্বালিয়ে দেওয়া হয়েছে। হাজারো মানুষ নিহত হয়েছে। শত হাজার মানুষকে জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তরিত করা হয়েছে। লাখো মানুষ পালিয়ে অন্য দেশগুলোতে আশ্রয় নিয়েছে।’
বক্তব্যে জেলেনস্কি ইউক্রেনের শান্তির ফর্মুলা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ইউক্রেনের শান্তির ফর্মুলা খুবই স্পষ্ট। এর প্রত্যেকটি পয়েন্ট বিস্তারিত ব্যাখা করা আছে। । তেজস্ক্রিয়তা এবং পারমাণবিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, সকল বন্দীর মুক্তি দেওয়া এবং সকল রুশ সেনা প্রত্যাহার করা।
বিডিপ্রতিদিন/কবিরুল