সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের একটি দলকে বন্দী করার চেষ্টা করছেন বলে দেখা গেছে। এরপর ভিডিওতে আত্মসমর্পণকারী ওই রুশ সেনাদের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ভিডিও ছড়িয়ে পড়ার পর ‘আত্মসমর্পণকারী রুশ সেনাদের’ ইউক্রেনীয় বাহিনী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
রাশিয়া এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ঘটনায় দোষীদের খুঁজে বের করতে যা করা প্রয়োজন, রাশিয়া তা করবে। পুতিনের এই ঘনিষ্ঠ সহযোগী আরও বলেন, তাদের (দোষীদের) অবশ্যই শাস্তি হওয়া উচিত।
ক্রেমলিনের মুখপাত্র বলেন, এই অপরাধ নজরে আনতে রাশিয়া আন্তর্জাতিক ক্রিয়াপ্রণালী ব্যবহার করবে। পেসকভ বলেন, যারা এই অপরাধ করেছে রাশিয়া তাদেরকে অবশ্যই খুঁজে বের করবে। তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত।
এদিকে ইউক্রেনের মানবাধিকার বিষয়ক সংসদ কমিশনার দিমিত্র লুবিনেটস বলেছেন, রাশিয়া আত্মসমর্পণের ‘নাটক’ মঞ্চস্থ করেছে। রুশ সেনারা প্রথম প্রকাশ্যে গুলি চালিয়েছে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো ‘যুদ্ধাপরাধ নয়’। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল