চীনের হেনান প্রদেশের এনিয়াং নগরীর একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৮ জন মারা গেছে। আহত হয়েছে আরও দু’জন।
স্থানীয় সময় সোমবার বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ২২ মিনিটের দিকে এনিয়াং নগরীর ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয় সময় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় কর্তৃপক্ষে জানিয়েছে, এটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে, তা নিশ্চিত নয়।
উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭৮ জনের মৃত্যু হয়। সূত্র: আরব নিউজ, গ্লোবাল টাইমস, ওয়াশিংটন পোস্ট, সিজিটিএন
বিডি প্রতিদিন/কালাম