হুতি বিদ্রোহীরা ইয়েমেনের আল দাব্বা তেল টার্মিনালে হামলা চালিয়েছে। এই তেল স্থাপনাটি দেশটির হাজরামাউত গভর্নটে অবস্থিত।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইয়েমেনের তেল অবকাঠামোতে হুতি বিদ্রোহীদের এটা সর্বশেষ হামলা। ইয়েমেনের হুতি এবং দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকার উভয়ই সোমবারের হামলা সম্পর্কে নিশ্চিত করেছে।
সৌদি জোট সমর্থিত ইয়েমেন সরকার এক বিবৃতিতে বলেছে, বন্দরে একটি বাণিজ্যিক জাহাজ অবস্থান করার সময় এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে হুতি বিদ্রোহীরা বলছে, একটি তেলের জাহাজকে তারা চলে যেতে বাধ্য করেছেন।
হুতি বিদ্রোহীরা ইয়েমেন বন্দরে তেলের ট্যাংকার ব্যবহার না করতে হুঁশিয়ারি দিয়েছে। সরকার যেন তেল বিক্রি করে রাজস্ব না পায়, তার জন্য তাদের এই পদক্ষেপ।
বিডিপ্রতিদিন/কবিরুল