ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার শহরে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ২৫২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। প্রেসিডেন্ট জোকো উইদোদো মঙ্গলবার ভূমিকম্পে বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে জোর দিতে উদ্ধারকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ।
সোমবার ৫ দশমিক ৬ মাত্রার অগভীর এই ভূমিকম্প ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশটির পাহাড়ি এলাকায় আঘাত হানে। এতে পার্শ্ববর্তী সিয়ানজুর শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভূমিধসের ফলে অন্তত একটি গ্রাম মাটিচাপা পড়ে।
কর্মকর্তারা জানান, বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপে আটকে পড়ে অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় প্রেসিডেন্ট বলেন, ‘ধ্বসস্তূপের নিচে আটকা পড়াদের সরিয়ে নেওয়াকে অগ্রাধিকার দেওয়াটাই হলো আমার নির্দেশনা।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ জোনে ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায়, সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে দেশটিতে বড় ধরনের প্রাণহানি ঘটে থাকে।
বিডিপ্রতিদিন/কবিরুল