দক্ষিণ থাইল্যান্ডের একটি পুলিশ কমপাউন্ডে গাড়ি বোমা বিস্ফোরণে পুলিশের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির থারাথিওয়াট প্রদেশে এই ঘটনা ঘটে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গাড়ি বোমা বিস্ফোরণের আগে একজন সন্দেহভাজন পুলিশের আবাসিক এলাকায় গাড়ি চালিয়ে দেয়। পুলিশ সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনকে শনাক্ত করতে কাজ শুরু করেছে।
নারাথিওয়াটের উপ পুলিশ কমিশনার বলেন, ‘আমরা এখনো অঞ্চল পরিচ্ছন্ন করছি। আহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। নিহত ব্যক্তি একজন পুলিশ কর্মকর্তা এবং আহতদের মধ্যে পুলিশ ছাড়াও বেসামরিক নাগরিকেরাও রয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি।
২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চল বিদ্রোহীদের আক্রমণের শিকার হচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ পাটানি, ইয়াল, নারাটিওয়াট এবং সঙ্গকালার অংশ বিশেষ বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে বিদ্রোহ করছে। সংঘাতে ৭ হাজার ৩০০ এর অধিক মানুষ নিহত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল