তুরস্কের নিরাপত্তা উদ্বেগকে সম্মান জানিয়েছে রাশিয়া। তবে মস্কো একইসঙ্গে আঙ্কারাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যা পরিস্থিতিকে আরও খারাপ করে।
রবিবার তুরস্কের বিমান বাহিনী আন্ত:সীমানায় বিমান হামলা শুরু করে। উত্তর সিরিয়া এবং উত্তর ইরাকে অবস্থিত কুর্দি বিদ্রোহীদের লক্ষ্য করে আঙ্কারা এই হামলা শুরু করে। এর আগের সপ্তাহে তুরস্কের ইস্তামবুলের একটি শহরে বোমা হামলায় ৬ জন নিহত হয়। এই ঘটনায় কুর্দি বিদ্রোহীদের দায়ী করেন এরদোয়ান। গত রবিবার এক ঘোষণায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আন্তঃসীমানায় স্থল অভিযান শুরুরও ইঙ্গিত দেন।
মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, সিরিয়া নিয়ে রাশিয়া- তুরস্কের মতের অমিল রয়েছে। তবে মস্কো আঙ্কারার নিরাপত্তা উদ্বেগ বুঝতে সক্ষম। নিরাপত্তা নিশ্চিত করা তুরস্কের ‘বৈধ অধিকার’ উল্লেখ করে পেসকভ বলেন, উভয় পক্ষকে আমরা এমন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানাই যা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল