নির্বাচন হয়ে গেলেও সরকার ছাড়া দিন পার করছে মালয়েশিয়া। কারণ, নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠন করার মতো আসন পায়নি। মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহ বলেছেন, ‘পরবর্তী প্রধানমন্ত্রী বাছাই করতে তার আরও সময় প্রয়োজন।’
এদিকে মঙ্গলবার মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম এবং সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে মুহিউদ্দিন বলেছেন, আনোয়ারের সঙ্গে সরকার গঠনে রাজার অনুরোধ তিনি প্রত্যাখান করেছেন। অন্যদিকে আনোয়ার ইব্রাহিম বলেছেন, কে সংখ্যাগরিষ্ঠকে কমান্ড করতে পারবে রাজা সেটা বোঝেন। সুতরাং তাকে সিদ্ধান্ত নিতে দিন।
শনিবার মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২২২ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান (পিএইচ) জোট ৮২টি আসনে জয় নিশ্চিত করেছে। আর সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের মালেভিত্তিক দল পেরিকাতান ন্যাসিনাল (পিএন) ৭৩টি আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে।
মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেনি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনের ফল শেষ পর্যন্ত ঝুলন্ত পার্লামেন্টে গিয়ে ঠেকেছে। এমন অবস্থায় অন্য দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টায় শীর্ষ জোটগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল