ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কুর্দি যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন ব্যবহার করে এই হামলা করেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তেহরান অভিযোগ করছে, গত দুই মাসের বেশি সময় ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে উসকানি দেওয়ার জন্য কুর্দি গোষ্ঠীর সদস্যরা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে আশ্রয় নিয়েছে। এই কারণে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ইরাকে হামলা চালানো হয়েছে।
গত সপ্তাহে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ইরানের কুর্দি গোষ্ঠীগুলোর সদর দফতরে রকেট ও ড্রোন হামলায় অন্তত দু’জন নিহত ও ১০ জন আহত হন।
বিডিপ্রতিদিন/কবিরুল