ভেনেজুয়েলার বিদ্যুৎ কেন্দ্র মেরামত করে দিবে ইরান। মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র মেরামত বিষয়ক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ মোরাদি এ তথ্য জানিয়েছেন।
তেহরানে ২২তম আন্তর্জাতিক বিদ্যুৎ শিল্প মেলার অবকাশে সাংবাদিকদের তিনি আরও বলেন, ভেনেজুয়েলার সরকার সেদেশের ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন কেন্দ্র মেরামতের জন্য সহযোগিতা চেয়েছে এবং ইরানের সঙ্গে এই বিষয়ে সমঝোতা চুক্তি সই করেছে।
তিনি আরও বলেন, ইরানের সংসদ স্পিকারের আসন্ন ভেনেজুয়েলা সফরের সময় এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে।
মাসুদ মোরাদি বলেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রের মেরামত ও সংস্কারের শতভাগ কাজ করছে ইরানি বিশেষজ্ঞরা। ইরানের রাজধানী তেহরানে গত তিন দিন ধরে জাতীয় বিদ্যুৎ শিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত