ইউক্রেন যুদ্ধে সম্পৃক্ত সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত রয়েছে। কিন্তু ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা আলোচনায় বসার প্রস্তাব নাকচ করছে। বড়দিন উপলক্ষে এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে রুশ হামলার মধ্যেও অবিচল থাকার জন্য ইউক্রেনের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পুতিনের সাক্ষাৎকারটি প্রচার করেছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোশিয়া ১। এতে পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার জন্য আমরা প্রস্তুত। কিন্তু এটা তাদের ওপর নির্ভর করছে। আলোচনায় বসার বিষয়টি আমরা নাকচ করছি না, তারা করছে।
রাশিয়া ঠিক পথেই এগোচ্ছে বলে মনে করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য লড়াই করছি, আমাদের নাগরিকদের ও জনগণের স্বার্থ সুরক্ষায় লড়ছি। জনগণকে রক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
পশ্চিমারা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চাইছে বলেও উল্লেখ করেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আমাদের ভূরাজনৈতিক প্রতিপক্ষগুলোর নীতির কেন্দ্রে রয়েছে রাশিয়াকে বিচ্ছিন্ন করা। তারা সব সময় আমাদের বিভক্ত ও শাসন করতে চেয়েছে। আমাদের লক্ষ্য রাশিয়ার জনগণকে ঐক্যবদ্ধ করা।’
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিচ্ছে, সেটা ধ্বংস করার ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, তিনি শতভাগ আত্মবিশ্বাসী যে তার সেনারা পেন্টাগনের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে পারবেন। যে প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনকে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে পুতিনের মন্তব্য, ‘অবশ্যই, আমরা এটা ধ্বংস করব, শতভাগ।
পুতিন যখন আলোচনায় বসতে তার দেশের প্রস্তুত থাকার কথা জানালেন, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের জনগণকে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, যুদ্ধের শুরু থেকে আমরা মানিয়ে নিচ্ছি। আমরা হামলা, হুমকি, পারমাণবিক ভয়ভীতি, সন্ত্রাস এবং ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও টিকে আছি। চলুন এ শীতটাও আমরা সেভাবে পার করি। কারণ, আমাদের লড়াইটা কিসের জন্য, তা আমাদের জানা আছে।
বিডিপ্রতিদিন/কবিরুল