অবশেষে নাগরিকত্ব পেলেন সিরিয়ার শরণার্থী হাসান আল কোন্তার। বছরের পর বছর অনিশ্চিত জীবন কাটানোর পর তিনি কানাডার নাগরিকত্ব পেলেন। এর মধ্যে সাত মাস তিনি কাটিয়েছেন মালয়েশিয়ার বিমানবন্দরে।
নাগরিকত্ব পেয়ে কোন্তার বলেছেন, ‘বহু বছর ধরে চলা লড়াই আজ জয়ের দেখা পেল।’ ‘আজ থেকে আমি আর রাষ্ট্রহীন নই।’
৪১ বছর বয়সী কোন্তার ২০১৮ সালে প্রথমবারের মতো আলোচনায় এসেছিলেন। সিরিয়া থেকে পালানো কোন্তার যখন নিজেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আবিষ্কার করেন, তখন তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। ফলে তিনি অন্য কোনো দেশেও যেতে পারছিলেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার পোস্ট অনেকের নজর কাড়ে। সেই দীর্ঘ লড়াই শেষে তিনি পেয়েছেন কানাডার নাগরিকত্ব।
আল কোন্তার বলেন, ‘আমি আমার মৃত বাবাকেও শেষ বারের মতো দেখতে যেতে পারিনি। আমি আরেক ভাইয়ের বিয়ে দেখেছি স্কাইপে এবং আমি তখন আটকে ছিলাম বিমানবন্দরে। আমি কারাগারে গেছি, বর্নবাদী আক্রমণের শিকারও হয়েছি।’
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল