১৫ জানুয়ারি, ২০২৩ ০৬:৪১

বিচারের মুখোমুখি ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

বিচারের মুখোমুখি ইলন মাস্ক

ইলন মাস্ক

একটি টুইটের মাধ্যমে স্টক মার্কেটে কারসাজির অভিযোগে ইলন মাস্ক আগামী মঙ্গলবার বিচারের মুখোমুখি হচ্ছেন।

ফেডারেল বিচারক মামলাটি ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেওয়ার জন্য ইলন মাস্কের অনুরোধ প্রত্যাখ্যানের পর এই বিচারের দিন ধার্য করা হয়েছে।

২০১৮ সালের আগস্টে  ইলেকট্রিক গাড়ি জায়ান্ট টেসলার সিইও ইলন মাস্ক এক টুইটে বলেন, টেসলাকে ব্যক্তিগতভাবে প্রাইভেট কোম্পানিতে নেওয়ার জন্য তার কাছে পর্যাপ্ত তহবিল রয়েছে। এর ফলে তখন কোম্পানির শেয়ারের দাম হু হু করে বেড়ে যায়।

টুইটার পোস্টের মাধ্যমে বিলিয়ন ডলার খরচ করার অভিযোগে শেয়ারহোল্ডাররা মাস্কের বিরুদ্ধে দ্রুত মামলা করেন।

আদালতের একজন মুখপাত্রের মতে, বিচারক এডওয়ার্ড চেন গত শুক্রবার বিচারকাজ টেক্সাসে স্থানান্তর করতে অস্বীকার করেন। সূত্র: ইয়াহু নিউজ

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর