আগামীকাল বুধবার ভারতের সংসদে উঠছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব। এর আগে আজ মঙ্গলবার ভারতের লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
যে সমীক্ষা রিপোর্টের পূর্বাভাস বলছে, আগামী (২০২৩-২৪) অর্থবছরে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৬ থেকে ৬.৮ শতাংশ হতে পারে। মোটামুটি ভাবে গড় বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ।
গত তিনটি অর্থ বছরের মধ্যে বৃদ্ধির হার সর্বনিম্নে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদদের একাংশের মতে, করোনা অতিমারির পাশাপাশি রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মূল্যবৃদ্ধির হার ৬.৮ শতাংশে পৌঁছানোর প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। চলতি অর্থবছরে (২০২২-২৩) আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ। গত অর্থবছরে (২০২১-২২) বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ।
আর্থিক সমীক্ষা রিপোর্ট বলছে, গত তিন বছরের মধ্যে বৃদ্ধির হার কিছুটা কমলেও ক্রয়ক্ষমতার নিরিখে ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। বিনিময় হারের দিক থেকে পঞ্চম। মূল্যবৃদ্ধির প্রভাব পড়লেও বিদেশি বিনিয়োগ আসার পথে তা বাধা হবে না বলে সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে। তবে মূল্যবৃদ্ধির অভিঘাত দীর্ঘায়িত হতে পারে বলেও জানানো হয়েছে সমীক্ষা রিপোর্টে।
বিডি প্রতিদিন/নাজমুল