শিরোনাম
৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৫৮

মার্কিন আকাশে উড়ছে গোয়েন্দা বেলুন, শান্ত থাকার আহ্বান চীনের

অনলাইন ডেস্ক

মার্কিন আকাশে উড়ছে গোয়েন্দা বেলুন, শান্ত থাকার আহ্বান চীনের

মার্কিন আকাশে গোয়েন্দা বেলুন ওড়ানোর ঘটনার পর শান্ত মাথায় পরিস্থিতি সামলানোর আহ্বান জানিয়েছে চীন।

এই ঘটনার জেরে চীন সফর স্থগিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি বলেছেন, দায়িত্বজ্ঞানহীন কাণ্ড ঘটিয়ে মার্কিন আকাশসীমা লঙ্ঘন করেছে চীন।

এছাড়া লাতিন আমেরিকার আকাশেও চীনের গোয়েন্দা বেলুন দেখার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

এই ঘটনায় অনুশোচনা প্রকাশ করেছে চীন। 

সবশেষ বেলুনটিকে মিসৌরির আকাশে দেখা গেছে। মনে করা হচ্ছে বেলুনটি সপ্তাহান্তে ক্যারোলিনার সমুদ্র সৈকতে পৌঁছাতে পারে।

ধ্বংসাবশেষ পড়ার শঙ্কা এড়াতে বেলুনটি ভূপাতিত না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেই দাবি করছে যুক্তরাষ্ট্র।

শনিবার দেওয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সার্বভৌম কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করা ইচ্ছে তাদের নেই।

চীন বলেছে, অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি শান্ত ও আস্থার মাধ্যমে মোকাবেলা করতে হবে।

 

সূত্র: বিবিসি

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর