রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে ভাষণ শুরু করেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, তার বক্তৃতা সাধারণত দীর্ঘ বিষয় হয়। তবে মঙ্গলবার সকালে তার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আজকের বক্তব্য এক ঘণ্টা স্থায়ী হবে। পেসকভ আরও বলেন, ভাষণটির বেশিরভাগ অংশ ইউক্রেনের যুদ্ধের ‘কারণ এবং অনিবার্যতার মূল্যায়ন’ এর জন্য নিবেদিত হবে।
বিবিসির খবরে আরও বলা হয়েছে, এর অর্থ পুতিন পশ্চিম এবং ন্যাটোর পূর্ব ইউরোপে সম্প্রসারণবাদ রাশিয়ার প্রতি আগ্রাসন হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে জোরালো বক্তব্য দেবেন। এক বছর আগে আগ্রাসন শুরুর ঠিক পূর্বে পুতিন একটি বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি ইউক্রেনের ইতিহাস পুনর্লিখন করেছিলেন, দাবি করেছিলেন যে, এটি কখনোই রাষ্ট্র ছিল না।
বিডিপ্রতিদিন/কবিরুল