ভয়াবহ ভূমিকম্পে মানুষের প্রাণহানির রেশ কাটতে না কাটতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক।
শনিবার স্থানীয় সময় দুপুরে দেড়টার দিকে আনাতোলিয়ান তুর্কি প্রদেশ নিগদে এ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৩ । এর গভীরতা ছিল ৭ কিলোমিটার (৪.৩৪ মাইল)।
তুর্কি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আঘাত হানে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের কবলে পড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দু’দেশের ঘরবাড়িগুলি। ধ্বংসস্তূপে চাপা পড়েন বহু মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫০ হাজারে।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত