৮ মে, ২০২৩ ১৩:০৪

ইউক্রেনে রাতভর রাশিয়ার বিমান ও ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাতভর রাশিয়ার বিমান ও ড্রোন হামলা

ইউক্রেনে ড্রোন হামলা চালায় রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভেসহ দেশটির বিভিন্ন জায়গায় রাতভর বিমান ও  ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা চলার সময় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর হাতে ধ্বংস হওয়া ড্রোনের অংশবিশেষ আবাসিক ভবন ও গাড়ির ওপর পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনীর বার্তায় বলা হয়েছে, ‘শত্রু বাহিনী ইরানের তৈরি শাহেদ-১৩৬/১৩১ ড্রোন দিয়ে সারারাত কিয়েভ অঞ্চলে হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সহায়তায় ৩৫টি শাহেদ ড্রোন ধ্বংস করা হয়েছে।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো পৃথক বার্তায় জানান, ড্রোনের ধ্বংসাবশেষ রাজধানীর ভিয়াতশিনস্কি জেলায় আবাসিক ভবন ও গাড়ির ওপর পড়ে। ড্রোনের ধ্বংসাবশেষ সোলোমিয়ানস্কি জেলাতেও পড়েছে বলে বার্তায় বলা হয়। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর