২২ মে, ২০২৩ ১১:১৪

আমেরিকায় নাইটক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ৩

অনলাইন ডেস্ক

আমেরিকায় নাইটক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ৩

প্রতীকী ছবি

আমেরিকার কানসাস সিটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। 

স্থানীয় সময় রবিবার মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটির একটি নাইটক্লাবে এই ঘটনা ঘটে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাত প্রায় দেড়টার দিকে শহরের ক্লাইম্যাক্স লাউঞ্জে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় কানসাস সিটি পুলিশ। সেখানে পৌঁছানোর পর অফিসাররা পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে হতাহত অবস্থায় দেখতে পায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই দু’জনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে একজনকে লাউঞ্জের বাইরে এবং দ্বিতীয়জনকে ভেতরে পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে তিনজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পৌঁছানোর পরপরই একজন মারা যায় বলে পুলিশ জানিয়েছে। এছাড়া আহত বাকি দু’জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যজনের অবস্থা স্থিতিশীল। সূত্র: সিবিএস নিউজ, দ্য গার্ডিয়ান

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর