৪ জুন, ২০২৩ ১৭:০৬

সুয়েজ খালে আটকা পড়েছে জাহাজ, যান চলাচল ব্যাহত

অনলাইন ডেস্ক

সুয়েজ খালে আটকা পড়েছে জাহাজ, যান চলাচল ব্যাহত

ফাইল ছবি

একটি তেলবাহী জাহাজ ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে সুয়েজ খালে। কোনো দিকেই যেতে পারছে না জাহাজটি।

এতে সেখানে যান চলাচল ব্যাহত হয়েছে। তবে আটকে পড়া জাহাজটি সরিয়ে নিতে এরই মধ্যে তিনটি টাগবোট মোতায়েন করা হয়েছে। আজ রবিবার খাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

খালের কর্তৃপক্ষ বলেছে, টাগবোটগুলোর মাধ্যমে ট্যাঙ্কারটি সরানোর পর উত্তর দিকে যান চলাচল স্বাভাবিক হবে।

এক সপ্তাহে আগে সুয়েজ খালে আটকে পড়া বড় একটি জাহাজকে বেশ কয়েকটি টাগবোট কয়েক ঘণ্টা পর সরিয়ে নিতে সক্ষম হয়। বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথটিতে কোনো জাহাজ আটকা পড়লে স্বাভাবিকভাবেই যানজট তৈরি হয়।

এর আগে ২০২১ সালে তীব্র বাতাসের কারণে এভার গিভেন নামের একটি বিশাল কনটেইনারবাহী জাহাজ খালটিতে আড়াআড়িভাবে আটকা পড়লে ছয়দিন খালের দুইদিকে জাহাজ চলাচল বন্ধ থাকে। ব্যাহত হয় বৈশ্বিক বাণিজ্য।

সূত্র : আরব নিউজ, এপি

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর