সদ্য বিবাহিত এক দম্পতির মরদেহ তাদের ঘর থেকে উদ্ধার করেছিল পুলিশ। গত বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এই রহস্যজনক ঘটনা ঘটে।
বর প্রতাপ যাদব (২৪) ও কনে পুষ্ট যাদরে (২২) বিয়ে হয়েছিল গত মঙ্গলবার। রাতভর নানা বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বুধবার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন প্রতাপ।
প্রতাপ ও পুষ্পা বিয়ে পরবর্তীয় কিছু ধর্মীয় আচার শেষ করে বুধবার রাতে নিজেদের ঘরে ঘুমাতে যান। পরের দিন বৃহস্পতিবার সেই ঘর থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ফরেনসিক বিশেষজ্ঞরা তাদের কক্ষ পরীক্ষা করে দেখেছেন। অটোপসি রিপোর্টে দেখা গেছে তারা দু’জনেই হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, তাদের কোনো পুরনো অসুখের রেকর্ডও ছিল না। এমনিক ওই কক্ষে প্রবেশ করতে তাদের কেউ জোর করেনি। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশের পরিদর্শক রাজনাথ সিং জানিয়েছেন, অটোপসি রিপোর্টে দেখা গেছে ওই দম্পতি একই সময়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন। এই রহস্যজনক মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল