৭ জুন, ২০২৩ ১৩:৩৫

এফ-১৬ যুদ্ধবিমান, যা জানালেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

এফ-১৬ যুদ্ধবিমান, যা জানালেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান এফ-১৬ পাওয়ার ব্যাপারে নতুন তথ্য দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, বেশ কয়েকটি দেশের কাছ থেকে তিনি এই যুদ্ধবিমানের ব্যাপারে সিরিয়াস ও শক্তিশালী প্রস্তাব পেয়েছেন। তারা ইউক্রেনকে এই সামরিক আকাশযান সরবরাহ করতে প্রস্তুত।

জেলেনস্কি বলেছেন, ‘আমাদের অংশীজনরা জানে কতোগুলো বিমান আমাদের দরকার।’ নিজের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, ‘আমি ইউরোপীয় অংশীদারদের কিছু সমঝোতা সিদ্ধান্ত পেয়েছি। এটা খুবই সিরিয়াস ও শক্তিশালী প্রস্তাব।’

জেলেনস্কি আরও জানিয়েছেন, পার্টনারদের সাথে চূড়ান্ত চুক্তির অপেক্ষায় আছে কিয়েভ। তবে কারা ইউক্রেনকে এই শক্তিশালী বিমান সরবরাহ করতে প্রস্তুত তা এখনো পরিষ্কার নয়। 

এর আগে গত মাসেই ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধ বিমান সরবরাহের ব্যাপারে সম্মত হয় যুক্তরাষ্ট্র। যদি ওয়াশিংটন সরাসরি এই বিমান ইউক্রেনকে দেবে না। ন্যাটো মিত্রদের ওপর ভার ছেড়ে দিয়েছে ওয়াশিংটন।


সূত্র: রয়টার্স


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর