৪ জুলাই, ২০২৩ ১৫:৪৪

যেকোনো সময়ের তুলনায় রাশিয়া এখন অধিক ঐক্যবদ্ধ: পুতিন

অনলাইন ডেস্ক

যেকোনো সময়ের তুলনায় রাশিয়া এখন অধিক ঐক্যবদ্ধ: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের নাগরিকরা যেকোনো সময়ের তুলনায় এখন সর্বোচ্চ ঐক্যবদ্ধ। 

মঙ্গলবার সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের (এসসিও) এর সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, ভাড়াটে ওয়াগনার গ্রুপ শীর্ষ রুশ সেনা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করার পর  প্রথম এই প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন।  

এই সম্মেলনে উপস্থিত আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পূর্ব এশিয়া থেকে ভারত মহাসাগর পর্যন্ত অঞ্চলে পশ্চিমাদের তৎপরতা মোকাবিলায় এসসিও জোট গড়ে তোলে রাশিয়া ও চীন। বর্তমানে এর সদস্য সংখ্যা আট। এবারের এসসিও সম্মেলনের আয়োজন করেছে ভারত। সেখানে সদস্য দেশগুলোর নেতারা ভার্চুয়ালি বৈঠক করছেন। ২০১৭ সালে এই জোটে যোগ দিয়েছিল ভারত। 

বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলন রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা চাপে তারা যে কোণঠাসা হয়নি, তা দেখাতে চায় মস্কো। জোটের চার সদস্য কাজাখস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানে রাশিয়ার বড় প্রভাব রয়েছে। আরেক সদস্য দেশ পাকিস্তানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মস্কোর। 

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, নিজের শক্তি ও বিশ্বাসযোগ্যতা প্রদর্শনের জন্য পুতিনের কাছে এই এসসিও সম্মেলন বড় একটি সুযোগ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর