রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে ভ্লাদিভস্তকে যাচ্ছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছেন কিম।
কিমের নিরাপত্তা বিধান করা বাহিনীকে পিয়ংইয়ং ছাড়তে দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম সরকারি সূত্রের বরাতে এই খবর দিয়েছেন।
মঙ্গলবার সকালে পুতিনের সাথে কিমের বৈঠক করার কথা রয়েছে।
রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স আগে জানিয়েছিল, আগামী দিনগুলোতে কিম রাশিয়া সফর করতে পারে।
গত চার বছরের মধ্যে এবারই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন কিম। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই সফরে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার বিষয়ে আলোচনা করবেন কিম।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল