রাশিয়ার সাবেক নেতা দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মস্কো ইউক্রেনের আরও কিছু অঞ্চলকে সংযুক্ত করতে পারে।
মস্কো এই মাসে চারটি অঞ্চলে নির্বাচন করেছে। তবে এসব অঞ্চলের কোনোটিই পুরোপুরি নিয়ন্ত্রণে নেই রাশিয়ার। বর্তমানে অঞ্চলগুলো ফিরিয়ে নিতে ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু করেছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বলেন, কিয়েভে নাৎসি শাসনের সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে।তিনি বলেন, ‘বিজয় আমাদেরই হবেই। রাশিয়ার মধ্যে আরও নতুন অঞ্চল তৈরি হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল