৩ অক্টোবর, ২০২৩ ১৭:০০

নেপালের জোড়া ভূমিকম্পের জেরে কাঁপল দিল্লিও, আতঙ্কে স্থানীয়রা

অনলাইন ডেস্ক

নেপালের জোড়া ভূমিকম্পের জেরে কাঁপল দিল্লিও, আতঙ্কে স্থানীয়রা

এবার পর পর দুইটি ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। দেশটির বাঝাং জেলায় মঙ্গলবার বিকেলের দিকে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে রয়টার্স।

এরমধ্যে একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩ এবং অন্যটির মাত্রা ছিল ৫.৩। 

এতে ভারতের রাজধানী দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসে। 

দিল্লি ছাড়াও উত্তর প্রদেশ ও উত্তরাখাণ্ডেও  এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দিল্লিতে অনেকেই অফিস থেকে হুড়োহুড়ি করে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়াচ্ছেন। কোথাও আবার ফ্যানসহ দেয়ালে বা ছাদে ঝুলানো নানা উপকরণ কেঁপে উঠছে।

জোড়া ভূমিকম্পের পর অনেকেই বড় ধরনের ভূমিকম্পের শঙ্কায় আতঙ্কে আছেন। 

তবে তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর