২৯ অক্টোবর, ২০২৩ ০৬:২১

তুরস্ক থেকে সব কূটনীতিক প্রত্যাহার করছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

তুরস্ক থেকে সব কূটনীতিক প্রত্যাহার করছে ইসরায়েল

সমাবেশে উপস্থিত হন এরদোয়ান ও তার স্ত্রী এমিনি এরদোয়ান

গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিয়ে তুরস্কের সমালোচনার পর ইসরায়েলের সব কূটনৈতিক কর্মীকে তুরস্ক থেকে ফেরত আনার নির্দেশ দিয়েছে। 

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন শনিবার টুইটারে এক পোস্টে বলেন, ইসরায়েল-তুর্কি সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হবে।

কোহেন লিখেছেন, তুরস্ক থেকে আসা গুরুতর বিবৃতির পরিপ্রেক্ষিতে আমি ইসরায়েল ও তুরস্কের মধ্যকার সম্পর্কপুনর্মূল্যায়নের জন্য কূটনৈতিক প্রতিনিধিদের সেখানে ফিরে আসার নির্দেশ দিয়েছি।

বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের সমালোচনা করে বলেন, গাজায় হামলা ‘আত্মরক্ষার পর্যায় থেকে এখন নিপীড়ন, নৃশংসতা, গণহত্যা ও বর্বরোচিত ঘটনার পর্যায়ে চলে গেছে।

শনিবার এরদোয়ান ইস্তাম্বুলে ফিলিস্তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘নতুন গাজার উত্থান হতে না দেওয়ার সংকল্প নিয়ে’ তাদের সমাবেশ ত্যাগ করা উচিত।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর