ইরাক ও সিরিয়ায় সক্রিয় গ্রুপ কাতাইব হিজবুল্লাহ পশ্চিম ইরাকে মার্কিন পরিচালিত আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। কাতাইব হিজবুল্লাহ ইরান সমর্থিত গ্রুপ হিসেবে পরিচিত।
সোমবার নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানায়, ঘাঁটিতে চারটি কাতিউশা রকেট ছোড়া হয়েছে।
সোমবার পর্যন্ত ইরাক ও সিরিয়ায় মার্কিন ও মিত্র বাহিনীর ওপর এ মাসে ২৩ বার ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা।গত ১৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইরাকে অন্তত ১৪ বার এবং সিরিয়ায় ৯ বার মার্কিন ও জোট বাহিনীর ওপর হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওই জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, আমাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বেশিরভাগই তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল