৮ নভেম্বর, ২০২৩ ১৪:২২

হামাসের অস্ত্র বিভাগের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

হামাসের অস্ত্র বিভাগের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ইসারেয়েলের প্রতিরক্ষা ফোর্স (আইডিএফ) দাবি করেছে, তারা হামাসের গোয়েন্দা ও অস্ত্র বিভাগের প্রধান মোহসেন আবু জিনাকে হত্যা করেছে। আবু জিনা হামাসের বিস্ফোরক ও রকেট উৎপাদনের একজন অন্যতম নেতা।

যদিও হামাসের পক্ষ থেকে এই ঘটনার কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও গাজায় নানা প্রতিকূলতার কারণে ইসরায়েলি দাবির সত্যতা যাচাই করে দেখতে পারেনি।

বুধবারের সকালের হালনাগাদ তথ্যে আইডিএফ জানিয়েছে, গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান থেকে হামলা চালানো হয়েছে। 

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলার জবাবে গত এক মাস ধরে গাজার কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি হামলায় গাজার দশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এই মাসে। নিহতদের মধ্যে চার হাজারের বেশি শিশু রয়েছে। 

সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর