কাতারের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা বন্ধের এ প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। ফলে অন্তত চার দিনের জন্য গাজাবাসী ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহাই পাবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, কয়েক সপ্তাহের তীব্র আলোচনার পর এই সমঝোতা হয়েছে।
আল জাজিরাকে তিনি বলেন, আমাদের ফোকাস এখন উভয় পক্ষ চুক্তির শর্তাবলী মেনে চলে সেটা নিশ্চিত করা।
আল-আনসারি বলেন, এখন আশা করা হচ্ছে যে এই চুক্তি ‘উত্তেজনা হ্রাস এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি’ নিশ্চিত করার দিকে প্রথম পদক্ষেপ হবে। তারপর কয়েক দশক ধরে চলা এই সংঘাতের অবসানের জন্য একটি বিস্তৃত রাজনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন।
বিডিপ্রতিদিন/কবিরুল