ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে লড়াইয়ে তাদের আরও দুই সৈন্য নিহত হয়েছে। এ নিয়ে গাজায় যুদ্ধে নিহত সৈন্যের সংখ্যা বেড়ে ১৫৬ জনে দাঁড়িয়েছে।
সর্বশেষ নিহত দু'জনের নাম রেহোভট থেকে ১৪তম আর্মার্ড ব্রিগেডের ৩০ বছর বয়সী মাস্টার সার্জেন্ট (অব.) নিতাই মেইসেলস ও নাহাল ব্রিগেডের ৫০ তম ব্যাটালিয়নের সার্জেন্ট রানী তামির (২০)।
আইডিএফ জানিয়েছে, তারা দুজনই রবিবার নিহত হয়েছেন।
সেনাবাহিনীর ভাষ্য মতে, ৫০ তম ব্যাটালিয়নের দ্বিতীয় আরেক সৈন্য একই যুদ্ধে গুরুতর আহত হয়েছে। ওই জায়গায় তামির নিহত হয়েছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল