ইয়েমেনের হুতিবিদ্রোহীরা ইসরায়েলগামী কন্টেইনার জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বুধবার বলেছেন, ইয়েমেনের হুতিরা ইসরায়েলগামী সিএমএ সিজিএম টেজ কন্টেইনার জাহাজকে ‘টার্গেট’ করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইয়াহিয়া সারিয়া বলেন, মার্কিন হামলা কোনো জবাব বা শাস্তি ছাড়া শেষ হবে না।
গত রবিবার মার্কিন নৌবাহিনী একটি কন্টেইনার জাহাজে হামলা চালালে তিনটি হুতি নৌকার সব ক্রুকে হত্যা করে।
বিডিপ্রতিদিন/কবিরুল