উত্তেজনার মধ্যেই লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বুধবার রাতে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, সিএমএ সিজিএম ট্যাগ নামক জাহাজটি ইয়েমেনের নৌবাহিনীর সতর্কতা কয়েক দফা উপেক্ষা করার পর সেটিতে হামলা চালানো হয়।
তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ইয়েমেনের সেনাবাহিনী লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে যাবে। তবে ইসরায়েলি মালিকানাধীন কিংবা ইসরায়েলগামী নয় এমন কোনও জাহাজের ক্ষতি ইয়েমেন করবে না।
ইয়েমেনের এই সেনা কর্মকর্তা তার দেশের ওপর যেকোনও ধরনের আগ্রাসনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইয়েমেনে হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি ইসরায়েলগামী জাহাজকে রক্ষা করার প্রচেষ্টার বিরুদ্ধেও মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সকে সতর্ক করে দিয়েছেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল আগ্রাসন শুরু করার পর ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে বেশ কয়েকটি ইসরায়েলি জাহাজের উপর হামলা চালায় এবং অন্তত একটি জাহাজ আটক করে। এরপর ইয়েমেনি সেনাবাহিনী লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী যেকোনও জাহাজ চলাচল নিষিদ্ধ করে।
যেসব জাহাজ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলে যাওয়ার চেষ্টা করেছে তাদের ওপর হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা। এরপর ইয়েমেনি সেনাবাহিনীর মোকাবেলায় আমেরিকা লোহিত সাগরে একটি টাস্ক ফোর্স গঠন করে। সূত্র: প্রেসটিভি
বিডি প্রতিদিন/আজাদ