সোমালিয়া উপকূলের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় ছিনতাই হওয়া কার্গো জাহাজ ‘এমভি লীলা নরফোক’-এ থাকা ভারতীয়সহ ২১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। তারা নিরাপদে রয়েছেন বলে ভারতের নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, মার্কোস নামক অভিজাত কমান্ডোরা কার্গো জাহাজটিকে জীবাণুমুক্ত করে। আরব সাগরে জাহাজে থাকা ১৫ জন ভারতীয়কে উদ্ধার করে।
ভারতের নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কমান্ডোরা জাহাজ ছিনতাই করা ছিনতাইকারীদের উদ্ধারকৃত জাহাজে পায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশলগত নৌপথে বিভিন্ন জাহাজের গতিবিধি রক্ষণাবেক্ষণকারী ব্রিটিশ সামরিক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জাহাজটি ছিনতাইয়ের খবর দেয়।
বিডিপ্রতিদিন/কবিরুল