জোড়া বোমা হামলার ঘটনায় জড়িত ১১ সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করেছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
গত বুধবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান শহরে শক্তিশালী জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৮৯ জন নিহত ও ২৮৬ জন আহত হয়।
বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, হামলার পরপর প্রাথমিক তদন্তেই এতে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের হাত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল।
এতে আরও বলা হয়েছে, কেরমানের হামলায় দুই সন্ত্রাসী অংশ নিয়েছে যাদের একজন তাজিকিস্তানের নাগরিক। তবে দ্বিতীয় হামলাকারীর সঠিক পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।
বিবৃতিতে ১১ ব্যক্তিকে আটকের বিবরণ তুলে ধরা বলা হয়, দুই ব্যক্তিকে কেরমান থেকে আটক করা হয়েছে তাদের আস্তানায় হামলাকারীদের আশ্রয় দেওয়ার জন্য। ওইসব আস্তানা থেকে সন্ত্রাসী হামলা চালানোর আরও কিছু বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। অপর নয় ব্যক্তিকে ওই হামলায় জড়িত থাকার দায়ে ইরানের ছয় প্রদেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।
ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলায়মানির কবরে সমবেত হাজার হাজার মানুষের ভিড়ে বুধবার শক্তিশালী ওই জোড়া বোমার হামলার ঘটনা ঘটে।
উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে গাজা যুদ্ধ চলার একই সময়ে চালানো এ হামলায় আমেরিকা ও ইসরায়েলের হাত রয়েছে বলে ইরান অভিযোগ করেছে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/আজাদ