ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের গোলায় উড়ে গেছে ছয় ইসরায়েলি সেনা। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। তারা ইসরায়েলের কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য।
সোমবার মধ্য গাজার বুরেইজ এলাকায় টানেলে ভয়াবহ বিস্ফোরণে এই ঘটনা ঘটে। সাংবাদিকদের নিয়ে গাজায় হামাসের একটি রকেট উৎপাদনকেন্দ্র পরিদর্শন করতে গিয়েছিল ওই সেনারা।
ইসরায়েলের গণমাধ্যমগুলো- টানেলে রকেট উৎপাদনকেন্দ্র পরিদর্শনের আধা ঘণ্টা আগে সেখানে একটি ট্যাংক মোতায়েন করা হয়। এরপর ওই রকেট উৎপাদনকেন্দ্র পরিদর্শনে যায় ইঞ্জিনিয়ার কোরের সদস্যরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে জানা যায়, পরিদশর্নের সময় পার্শ্ববর্তী একটি ভবনে সন্দেহজনক কিছুর উপস্থিতি টের পায় ট্যাংকের সেনারা। এরপর সেখানে গোলা নিক্ষেপ করা হয়। এতে উড়ে যায় ইসরায়েলের ওই সেনারা।
ইহুদিবাদী গণমাধ্যমগুলো আরও জানায়, বিস্ফোরণের পরপরই হতাহতদের ইসরায়েলি সেনারা গাজার বাইরে নিয়ে যায়। ইসরায়েলি সেনা কমান্ডাররা এই ঘটনাকে ব্যাপক হতাহতের ঘটনা বলে উল্লেখ করেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/আজাদ