জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নেতৃত্ব দেওয়ার জন্য অনুষ্ঠিত ভোটে জিতেছে মরোক্কো। দক্ষিণ আফ্রিকার প্রতিবাদ সত্ত্বেও মরক্কো জয় পেল। দক্ষিণ আফ্রিকার অভিযোগ, রাবাতের মানবাধিকার রেকর্ড খারাপ। তারা কাউন্সিলের নেতৃত্ব দেওয়ার অযোগ্য।
আল জাজিরার খবর অনুসারে, বুধবার জেনেভায় অনুষ্ঠিত এক ভোটে মরক্কোর রাষ্ট্রদূত ওমর জানিবার ৩০ ভোট পেয়ে কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন। তার দক্ষিণ আফ্রিকার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রদূত মক্সোলিসি এনকোসি পেয়েছেন ১৭টি আসন।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভাপতিত্ব গ্রহণের পালা ছিল আফ্রিকার। কিন্তু আফ্রিকান দেশগুলি ১৩ সদস্যের মধ্যে থেকে একজন প্রার্থীর বিষয়ে একমত হতে না পারায় একটি গোপন ভোট অনুষ্ঠিত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল