পাপুয়া নিউগিনিতে দাঙ্গায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। বুধবার থেকে এই দাঙ্গা শুরু হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবিতে দাঙ্গায় আটজন মারা গেছে। এছাড়া দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লে-তে আরও সাতজন নিহত হয়।
দেশটিতে পুলিশের বেতন কমানোর প্রতিবাদে স্থানীয় সময় বুধবার ধর্মঘট শুরু হয়। এরপরই শত শত মানুষ রাস্তায় নেমে আসে এবং গাড়িতে আগুন দেওয়া থেকে শুরু করে দোকান, সুপারমার্কেট লুট করা শুরু করে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/আজাদ