আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় হিন্দু কুশ অঞ্চলে রিখটার স্কেলে শক্তিশালী ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে প্রতিবেশী দুই দেশ ভারত এবং পাকিস্তানেও কম্পন অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের বাদাখশান প্রদেশের জুর্ম জেলায়। ভূপৃষ্ঠ থেকে ২১৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি।
ইউএসজিএস বলছে, ভূমিকম্পটি কাবুলের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে আঘাত হানে। জুর্ম জেলা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে রাজধানী কাবুলেও কম্পন অনুভূত হয়েছে।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) বলেছে, বৃহস্পতিবার পাকিস্তানের বিভিন্ন এলাকায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদ, লাহোর এবং এর আশেপাশের এলাকা এবং খাইবার পাখতুনখাওয়ার কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল