ইসরায়েলের সেনাবাহিনী বলছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে তাদের সৈন্যরা তীব্র ও কঠিন লড়াইয়ে লিপ্ত রয়েছে।
সেনাপ্রধান হার্জি হালেভি এক ভিডিওতে বলেছেন, আমরা ভূমির উপরে এবং ভূগর্ভে একটি জটিল এলাকায় এমন এক শত্রুর সঙ্গে লড়াই করছি, যারা দীর্ঘদিন ধরে সংগঠিতভাবে প্রতিরক্ষার জন্য প্রস্তুত ছিল।
তিনি বলেন,'আমরা বিভিন্ন ফ্রন্টে দীর্ঘদিন ধরে যুদ্ধে লিপ্ত। আমাদের অনেক চ্যালেঞ্জ আছে।
ইসরায়েলি সেনাবাহিনী সোমবার জানিয়েছে, গাজায় লড়াইয়ে তাদের আরও নয় জন সৈন্য নিহত হয়েছে, যার ফলে স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা কমপক্ষে ১৮৭ জনে দাঁড়িয়েছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল