সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফোনটি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
খবর অনুসারে, ফোনালাপে মন্ত্রীরা দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের উন্নয়নের উপায় পর্যালোচনা করেন।
আলাপে তারা গাজা উপত্যকা ও এর আশেপাশের পরিস্থিতিসহ আঞ্চলিক উন্নয়ন এবং এ বিষয়ে গৃহীত প্রচেষ্টা নিয়েও আলোচনা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল