ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে গত ৩ জানুয়ারির হামলার ঘটনায় ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা দুই আত্মঘাতী হামলাকারীর মধ্যে একজনকে তাজিকিস্তানের নাগরিক হিসেবে শনাক্ত করেছে। ওই ব্যক্তি গত ১৯ ডিসেম্বর অবৈধভাবে ইরানে প্রবেশ করেছিলেন।
দ্বিতীয় আত্মঘাতী হামলাকারী সম্পর্কে পরবর্তী তে আরও তথ্য প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া ইরানের বেশ কয়েকটি প্রদেশে অভিযুক্ত অনেককে গ্রেফতার করা হয়েছে।
গত ৪ জানুয়ারি আইআরজিসির প্রয়াত শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানির স্মৃতিসৌধে হামলায় প্রায় ১০০ জন নিহত ও ২৮৪ জন আহত হওয়ার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। তেহরান ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এ ধরনের সবচেয়ে রক্তক্ষয়ী হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে।
বিডিপ্রতিদিন/কবিরুল