ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠীর ৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শুক্রবার মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
ইউএস এয়ার ফোর্সের সেন্ট্রাল কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্স গ্রিনকেউইচ বিবৃতিতে বলেন, “ইয়েমেনের ১৬টি স্থানের হুথি বিদ্রোহীদের ৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।”
তিনি বলেন, “এসব হামলায় কমান্ড ও কন্ট্রোল নোড, যুদ্ধাস্ত্র ডিপো, লঞ্চিং সিস্টেম, উৎপাদন সুবিধা এবং এয়ার ডিফেন্স রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ১০০টিরও বেশি নির্ভুল-নির্দেশিত অস্ত্র ব্যবহার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “হুথি-সহ ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো ও তারা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যে হুমকি সৃষ্টি করেছে তার বিরুদ্ধে আমরা মধ্যপ্রাচ্যজুড়ে আমাদের সংকটাপন্ন অংশীদারদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”
এর আগে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/আজাদ