কোভিড-১৯ মহামারীর পর এবারই প্রথম পর্যটকদের প্রবেশের অনুমতি দিল উত্তর কোরিয়া।
রাশিয়ার প্রাদেশিক কর্তৃপক্ষ ও একটি ট্যুর গাইডের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এ তথ্য পাওয়া গেছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের পর উত্তর কোরিয়ায় প্রথম কোনও পর্যটক ভ্রমণের সুযোগ পাচ্ছেন। মহামারীর ফলে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। এতে প্রায় চার বছর বন্ধ ছিল পিয়ংইয়ংয়ের সীমান্ত।
এবারের ভ্রমণটি আয়োজন করছে রাশিয়ার ভ্লাদিভোস্টক ভিত্তিক একটি পর্যটন সংস্থা।
এর আগে রাশিয়ার পূর্বঞ্চলীয় অঞ্চল প্রিমর্স্কি ক্রাইয়ের গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, উত্তর কোরিয়াতে পর্যটকদের পুনরায় ভ্রমণের অনুমতির বিষয়ে এক বিশেষ বৈঠকে যোগ দিতে পিয়ংইয়ং সফর করেছিলেন তিনি।
আগামী ৯ ফেব্রুয়ারি পিয়ংইয়ংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে রাশিয়ার ওই পর্যটক দল। চারদিনের ভ্রমণ শেষে তারা রাশিয়ায় ফিরে যাবেন। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/আজাদ