হামাস ও ইসলামিক জিহাদ আন্দোলন ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার নিন্দা জানিয়েছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে এই দুই সংগঠন।
এক বিবৃতিতে হামাস বলেছে, ‘আমরা ‘আল-আকসা ফ্লাড’ যুদ্ধে আমাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেন এবং এর বীর জনগণের অবস্থানকে অত্যন্ত মূল্য দেই। ইয়েমেনের বিরুদ্ধে নৃশংস আগ্রাসন একটি ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড। ইহুদিবাদী দখলদারিত্ব এবং এর চরমপন্থী নাৎসি নেতৃত্বের প্রভাবে এই হামলা পরিচালিত হয়েছে। এটি কেবল এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলবে।’
অন্যদিকে ইসলামিক জিহাদ গ্রুপ বলেছে, এই হামলা 'নিশ্চিত করে যে, মার্কিন প্রশাসনই গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।
দুই মাস ধরে লোহিত সাগরে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এসব টানা হামলা চালানোর পর এখন হুথিদের লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে ব্রিটিশ ও মার্কিনি সেনারা। হামলায় হুথিদের অস্ত্র ভাণ্ডার, কমান্ড সেন্টারসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। হামলায় ১১ জন হতাহত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল