জর্ডান বলেছে, লোহিত সাগরে আঞ্চলিক উত্তেজনা ও সহিংসতা বৃদ্ধির জন্য ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ‘যুদ্ধাপরাধ’ দায়ী। এটা মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের হুমকি দিচ্ছে বলেও উল্লেখ করেছে ফিলিস্তিনির প্রতিবেশী দেশ।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি শুক্রবার বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ‘আগ্রাসন’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে।
লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুতি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত যুদ্ধাপরাধ এবং দায়মুক্তির সাথে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার জন্য দায়ী। এই অঞ্চলের স্থিতিশীলতা এবং এর নিরাপত্তা ফিলিস্তিনির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত।
বিডিপ্রতিদিন/কবিরুল