১০ মে, ২০২৪ ১৮:১৭

কেজরিওয়ালের জামিনে স্বাগত জানাল ইন্ডিয়া জোট, কটাক্ষ বিজেপির

দীপক দেবনাথ, কলকাতা

কেজরিওয়ালের জামিনে স্বাগত জানাল ইন্ডিয়া জোট, কটাক্ষ বিজেপির

ফাইল ছবি

আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আগামী ১ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে দেশটির শীর্ষ আদালত। শুক্রবার কারাগার থেকে জামিনে মুক্ত হতে পারেন তিনি। যদিও ২ জুনের মধ্যে কেজরিওয়ালকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে বলেও শুক্রবার জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। 

এদিকে আদালত থেকে কেজরিওয়ালের জামিন মেলার পরই তাকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলের জোট 'ইন্ডিয়া'র নেতারা। এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি লিখেছেন 'আমি খুব খুশি যে অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন। চলমান নির্বাচনের প্রেক্ষাপটে তার এই জামিন খুবই সহায়ক হবে।' 

যদিও বিজেপি নেতা এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কটাক্ষ, 'এটা কি ধরনের জামিন? শীর্ষ আদালত বলেছে আপনি (কেজরিওয়াল) চোর। কিন্তু নির্বাচনী প্রচারণার জন্য আপনাকে এক মাসের জন্য জামিন দেওয়া হল। দুই তারিখে আবার এসে হাজিরা দেবেন। একে কি জামিন বলে? কোনো সম্মানীয় ব্যক্তি এভাবে জামিন নেবেই না। সকলেই বিনয়ীভাবে এই জামিন প্রত্যাখ্যান করবেন।' 

উল্লেখ্য আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে অর্থ পাচার সম্পর্কিত আইনে (পিএমএলএ) ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। গত ১ এপ্রিল দিল্লির রাউস এভিনিউ কোর্টে তোলা হলে তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন আদালত। এরপর তার স্থান হয় দিল্লির তিহার জেলে।  বর্তমানে জেল থেকেই সরকার চালাচ্ছেন কেজরিওয়াল। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর