সিরিয়ার উত্তর আলেপ্পো প্রদেশে সেনা ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছে। সংঘর্ষে সশস্ত্র গোষ্ঠী হায়েত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের মিত্র বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন অন্তত ১০টি এলাকা দখল করে নিয়েছে বলে জানা গেছে।
যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, বুধবার (২৭ নভেম্বর) এইচটিএস পরিচালিত অভিযানে প্রায় ১০০ যোদ্ধা ও সেনা নিহত হয়। উত্তর-পশ্চিম সিরিয়ার একটি বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখা এইচটিএস তাদের সদস্যদের মধ্যে সংঘর্ষে ৪৪ জন নিহত হয়েছে। পাশাপাশি মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর ১৬ জন সদস্য নিহত হয়েছে।
পর্যবেক্ষণ সংস্থাটি আরও জানিয়েছে, সামরিক বাহিনীর ৩৭ জন সদস্য নিহত হয়েছে এবং পাঁচজনকে আটক করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত চারজন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছে। এ ছাড়া অস্ত্রাগার, সাঁজোয়া যান, যন্ত্রপাতি ও ভারী অস্ত্র দখল করা হয়েছে।
সংস্থাটি বলছে, সংঘর্ষে বেসামরিক নাগরিক, যার মধ্যে শিশুরাও রয়েছে, হতাহত হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী সংঘর্ষ চলাকালীন শত শত গোলা ও ক্ষেপণাস্ত্র বেসামরিক ও সামরিক অবস্থানে নিক্ষেপ করেছে।
সূত্র: আলজাজিরা
বিডি প্রতিদিন/ ওয়াসিফ